আজকাল ওয়েবডেস্ক: বিদায়বেলায় হালকা শীতের আমেজ জেলায় জেলায়। একধাক্কায় বেশ খানিকটা কমল পারদ। রবিবাসরীয় সকালে বাতাসে শিরশিরানি ভাব। তবে তা ক্ষণস্থায়ী। কারণ, চলতি সপ্তাহে আবারও তাপমাত্রার পারদ চড়বে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। প্রেমদিবসেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা দু'-চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামিকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা কুয়াশার পূর্বাভাস রয়েছে। আগামী সাতদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ চড়বে। একধাক্কায় চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা কুয়াশা থাকতে পারে। আগামিকাল, সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
